আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: প্রাথমিক বিদ্যালয়ে ছুটির দিন কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সাপ্তাহিক দুই দিনের ছুটি বহাল থাকলেও ক্যালেন্ডারে থাকা অতিরিক্ত ছুটি কমিয়ে আনা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।
রোববার সচিবালয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রাথমিক শিক্ষায় মানোন্নয়নের জন্য স্কুলে কার্যকর পাঠদানের সময় বাড়ানো জরুরি। বর্তমানে ৩৬৫ দিনের মধ্যে মাত্র ১৮০ দিন বিদ্যালয় খোলা থাকে। এর ফলে পড়াশোনায় ব্যাঘাত ঘটছে এবং শিক্ষার্থীদের শেখার অগ্রগতি বাধাগ্রস্ত হচ্ছে।
তিনি আরও জানান, সাপ্তাহিক ছুটি দুই দিনই বহাল থাকবে, তবে বিভিন্ন উপলক্ষে ক্যালেন্ডারে থাকা অতিরিক্ত ছুটি ধীরে ধীরে কমিয়ে আনার পরিকল্পনা চলছে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে একটি কার্যকর সিদ্ধান্ত নেয়া হবে।
শিক্ষাবিদরা মনে করছেন, ছুটি কমলে শিক্ষার্থীরা পাঠে আরও বেশি মনোযোগী হতে পারবে এবং প্রাথমিক স্তরে সাক্ষরতার হার বাড়াতে এটি ইতিবাচক ভূমিকা রাখবে।