
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: নোয়াখালীর সোনাইমুড়ীতে এক কলেজছাত্র প্রেমিকা ও তার বান্ধবীর উপস্থিতিতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার দুপুরে উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের মানিক্য নগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ছাত্র সাইমুন আমিশাপাড়া ইউনিয়ন মানিক্য নগর আমজাদ বেপারী বাড়ির প্রবাসী মিজানের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে সাইমুনের বাড়িতে তার প্রেমিকা এবং প্রেমিকার বান্ধবী বেড়াতে আসেন। একপর্যায়ে আড্ডা দেওয়ার সময় সাইমুন নিজ বসতঘরে গলায় ফাঁস দেন। বিষয়টি তার চাচি জুবাইদা খাতুন টের পেয়ে ঘটনাস্থলে ছুটে যান এবং স্থানীয়দের সহায়তায় গলার রশি কেটে তাঁকে উদ্ধার করেন। এরপর তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চাচি জুবাইদা খাতুন বলেন, আমি রান্নাঘরে যাওয়ার সময় দেখেছি সাইমুন ও মেয়েরা আড্ডা দিচ্ছিল। ছোট ছেলের চিৎকার শুনে গিয়ে দেখি সে ফাঁস দিচ্ছে। তখন মেয়েরা রশি খুলতে চেষ্টা করছিল।
ঘটনার পর এলাকাবাসী মেয়েদের আটক করে সোনাইমুড়ী থানা পুলিশের কাছে সোপর্দ করে। পরে পুলিশ কোনো অভিযোগ না পাওয়ায় তাদের ছেড়ে দেয়।
সোনাইমুড়ী থানার ওসি মোর্শেদ আলম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে পুলিশি দল পাঠিয়েছি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় একটি অপমৃত্যু মামলা গ্রহণ করা হয়েছে।
এ ঘটনায় পুলিশি তদন্ত চলছে, এবং হতাশাজনক ঘটনার প্রেক্ষিতে স্থানীয়রা সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন।



























