
আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, ফ্যাসিস্ট শাসকের পরিণতি অবশ্যম্ভাবীভাবে মৃত্যু বা পলায়ন, আর শেখ হাসিনার ক্ষেত্রেও তাই ঘটেছে।
তিনি জানান, চলমান সংস্কারে ১০ বছরের বেশি সময় প্রধানমন্ত্রী থাকার সুযোগ বাতিলের মতো অর্থবহ সিদ্ধান্ত নেয়া হয়েছে। অতীতে সংবিধান পরিবর্তনের মাধ্যমে শেখ হাসিনা দীর্ঘদিন ক্ষমতায় থেকে ফ্যাসিস্টে পরিণত হয়েছিলেন।
জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই, কারণ এটি তরুণদের রক্তের বিনিময়ে বিপ্লবের মাধ্যমে এসেছে।
নির্বাচন ঘোষিত সময়ের মধ্যে হওয়া জরুরি, অন্যথায় সরকারের জন্য তা ক্ষতিকর হবে। দিল্লি থেকে নির্বাচনে ষড়যন্ত্রের অভিযোগ তুলে তিনি সতর্ক থাকার আহ্বান জানান।
তিনি আরও বলেন, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সরকারের অবস্থান স্পষ্ট, এবং ফ্যাসিবাদবিরোধী শক্তি ঐক্যবদ্ধ থাকলে যেকোনো ষড়যন্ত্র ব্যর্থ হবে।
অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোর আন্তরিকতার পাশাপাশি পেশিশক্তি ও কালো টাকার প্রভাবমুক্ত করতে হবে।




























