আওয়ার টাইমস নিউজ।
রাজনীতি: জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান বলেছেন, ফ্যাসিস্ট শাসন অপসারণ হলেও এর কালো ছায়া এখনো দেশের ওপর ভর করে আছে। শনিবার সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে দলটির সপ্তাহব্যাপী কর্মসূচির শেষ দিনের সমাবেশে তিনি এসব মন্তব্য করেন।
তিনি অভিযোগ করে বলেন, দীর্ঘ ১৭ বছর দেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করে রাখা হয়েছে। এখন আবার নতুন একটি রাজনৈতিক শক্তি সেই ফ্যাসিবাদ ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে। তার ভাষায়, যারা এতদিন ‘নির্বাচন, নির্বাচন’ বলে মানুষকে বিভ্রান্ত করেছেন, তারাই এখন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছেন। জনগণ ইতোমধ্যে তাদের লাল কার্ড দেখিয়ে দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
ড. শফিকুর রহমান আরও বলেন, অভ্যুত্থানের সময় ছাত্র‑জনতার যে স্বপ্ন ছিল, আটটি দল সেই স্বপ্নের সঙ্গে একমত হয়েছে। সব দেশপ্রেমিক ও ইসলামি দলগুলোকে উদ্দেশ্য করে তিনি বলেন, অপরাধী কোনো রাজনৈতিক শক্তির পাশে না দাঁড়িয়ে ঘরে ফিরে আসুন, জামায়াত তাদের স্বাগত জানাবে।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা নতুন করে দমন‑পীড়ন চালানোর চেষ্টা করছেন, তাদের শিগগিরই কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে।