আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি জেন-জি আন্দোলনের তীব্র বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন। তাঁর সহকারী প্রকাশ সিলওয়াল বিষয়টি নিশ্চিত করেছেন।
পদত্যাগের আগে অলি দেশটির সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগদেল এর সঙ্গে ফোনে কথা বলেন। জানা গেছে, সেনাপ্রধানের আহ্বানেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন। পাশাপাশি নিরাপদে দেশ ত্যাগের জন্য সেনাবাহিনীর সহায়তাও চেয়েছেন।
গত কয়েকদিন ধরে নেপালে জেন-জি আন্দোলন তীব্র আকার ধারণ করে। আন্দোলনের মূল কারণ ছিল সরকারি পদে প্রভাবশালী নেতাদের সন্তানদের নিয়োগ ও সুযোগ-সুবিধা। জনগণ এটিকে “নেপো কিডস” ইস্যু বলে আখ্যা দেয়। এর জেরেই তরুণ প্রজন্ম ক্ষোভে ফেটে পড়ে রাস্তায় নামে। পরিস্থিতি সামাল দিতে প্রধানমন্ত্রী অলি সেনাপ্রধানকে অনুরোধ করেন সেনা নেতৃত্বে দেশ স্থিতিশীল করতে। তবে সেনাপ্রধান স্পষ্ট জানিয়ে দেন-সেনাবাহিনী কেবল তখনই হস্তক্ষেপ করবে, যদি প্রধানমন্ত্রী স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে দেন।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, সেনাপ্রধান সরাসরি অলি’কে পদত্যাগের আহ্বান জানান। এ ঘটনার সঙ্গে অনেকে তুলনা করছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের সঙ্গে।
সরকারি সূত্রও বিষয়টি নিশ্চিত করেছে। সেনা সূত্র বলছে, অলি পদত্যাগ করার পর সেনাবাহিনী দেশের নিয়ন্ত্রণ নিতে প্রস্তুত থাকবে।
তথ্যসূত্র : ইন্ডিয়া টুডে