আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: গভীর সমুদ্রের বিশাল সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বঙ্গোপসাগর আমাদের জন্য অপেক্ষা করছে তার উপহার নিয়ে। এটি কেবল বেশি মাছ ধরার বিষয় নয়, বরং একটি নতুন শিল্প গড়ে তোলার সুযোগ।
সোমবার রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
দেশের ভৌগোলিক বৈশিষ্ট্য ও জলসম্পদ মৎস্য উৎপাদনে বিশাল সুযোগ তৈরি করেছে জানিয়ে তিনি বলেন, বর্তমানে প্রায় ১২ লাখ নারীসহ লাখো মানুষ এ খাতের সঙ্গে যুক্ত। তবে প্রকৃত মৎস্যজীবীরা নানা প্রতিকূলতার মুখোমুখি হন।
অবৈধ জাল ব্যবহার ও নির্বিচার মাছ আহরণকে ‘প্রকৃতির প্রতি নির্মমতা’ আখ্যা দিয়ে তিনি বলেন, এটি ঠেকানো শুধু সরকারের দায়িত্ব নয়, বরং নাগরিক দায়িত্বও। জলাশয় দূষণ, বালাইনাশকের ব্যবহার, অপরিকল্পিত অবকাঠামো নির্মাণ ও জলবায়ু পরিবর্তনের ক্ষতি রোধে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, মাছ আমাদের জন্য প্রকৃতির উপহার, আল্লাহর দান। আমরা কেবল ধরে আনি ও খাই। কিন্তু প্রকৃতির প্রতি সদয় না হলে, মাছও হারিয়ে যাবে। পানি রক্ষা করতে পারলেই আমরা মাছ পাব।
প্রধান উপদেষ্টা প্রকৃত মৎস্যজীবীদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা, অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি রপ্তানি ও বাজার সম্প্রসারণে পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে নয়টি ক্ষেত্রে ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক ২০২৫ প্রদান করা হয়। মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার এবং সচিব মো. তোফাজ্জেল হোসেনও অনুষ্ঠানে বক্তব্য দেন।
এবারের মৎস্য সপ্তাহের প্রতিপাদ্য-“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি।”