
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: প্রচণ্ড বজ্রপাত আর টানা বৃষ্টির এক রাতে নাটোরে ঘটে গেল এক ভয়াবহ ডাকাতির ঘটনা। গভীর রাতে মুখোশ পরা একদল দুর্বৃত্ত চিনিকলের ভেতরে প্রবেশ করে নিরাপত্তাকর্মীদের জিম্মি করে মূল্যবান যন্ত্রপাতি লুট করে নিয়ে গেছে।
ঘটনাটি ঘটেছে শনিবার দিবাগত রাত দেড়টা থেকে রোববার ভোর সাড়ে চারটার মধ্যে। বৃষ্টির সুযোগে ট্রাক নিয়ে প্রায় ৪০-৫০ জনের একটি দল নাটোর সুগার মিলস লিমিটেডে হানা দেয়। তারা প্রথমে ১২ জন নিরাপত্তার দায়িত্বে থাকা গার্ডকে ধরে ফেলে, অস্ত্রের মুখে জিম্মি করে মিলের বয়লার সেকশনের একটি ঘরে আটকে রাখে এবং হাত-পা বেঁধে ফেলে।
এই সময়ের মধ্যে মিলের গুরুত্বপূর্ণ কিছু যন্ত্রাংশ খুলে ট্রাকে তোলে ডাকাতরা। তারা কাজ শেষ করে নির্বিঘ্নে পালিয়ে যায়। পরে ভোরে আরেকটি প্রহরীদল ঘটনাস্থলে এসে জিম্মি থাকা কর্মীদের মুক্ত করে এবং বিষয়টি কর্তৃপক্ষকে জানায়।
মিলের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, ঠিক কত কী লুট হয়েছে তা এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি, তবে ক্ষতির পরিমাণ কম নয় বলেই ধারণা করা হচ্ছে। ঘটনার পর মিলের ভেতরে ও বাইরে পুলিশ তদন্ত শুরু করেছে। নিরাপত্তাকর্মীদের জিজ্ঞাসাবাদ করে বিভিন্ন তথ্য সংগ্রহ করা হচ্ছে।
চিনিকলের মতো একটি নিরাপদ স্থানে এত বড় একটা সংঘবদ্ধ ডাকাতির ঘটনা এলাকায় চরম আতঙ্ক ছড়িয়েছে। মিল কর্তৃপক্ষ বলছে, এ ঘটনার পেছনে কারা জড়িত, তা খুঁজে বের করতে তারা সর্বোচ্চ সহযোগিতা দেবে।




























