আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: আফ্রিকার জনবহুল দেশ নাইজেরিয়ায় সন্ত্রাসবিরোধী অভিযানের অংশ হিসেবে ইসলামিক স্টেট (আইএস) সংশ্লিষ্ট একটি ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বড়দিনের রাতে নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের সোকোতো রাজ্যে এই অভিযান পরিচালিত হয়।
মার্কিন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নাইজেরিয়া সরকারের সঙ্গে সমন্বয় করেই এ হামলা চালানো হয়েছে এবং এতে আইএসের কয়েকজন সদস্য নিহত হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে এই অভিযানকে কঠোর ও কার্যকর পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা পুনর্ব্যক্ত করেন।
তবে নাইজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ইউসুফ মাইতামা তুগার স্পষ্ট করে বলেন, এটি কোনো ধর্মভিত্তিক অভিযান নয়। তাঁর ভাষ্য অনুযায়ী, এটি একটি নিয়মিত সন্ত্রাসবিরোধী সামরিক পদক্ষেপ, যা দীর্ঘদিনের গোয়েন্দা তথ্য ও পরিকল্পনার ভিত্তিতে পরিচালিত হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের বরাতে জানা যায়, হঠাৎ বিকট বিস্ফোরণে সীমান্তবর্তী জাবো গ্রাম ও আশপাশের এলাকা কেঁপে ওঠে। অনেকেই প্রথমে ভেবেছিলেন কোনো বিমান দুর্ঘটনা ঘটেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ফসলি জমিতে আগুন ও ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়।
কিছু স্থানীয় বাসিন্দা দাবি করেছেন, হামলার এলাকায় সরাসরি কোনো জঙ্গি উপস্থিত ছিল না। তবে মার্কিন গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী, সেখানে ‘লাকুরাওয়া’ নামে আইএস-ঘনিষ্ঠ একটি গোষ্ঠী নতুন ঘাঁটি স্থাপনের চেষ্টা করছিল।
এদিকে হামলার ভিডিও প্রকাশের সময় যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মেরি ক্রিসমাস’ মন্তব্য করায় আন্তর্জাতিক অঙ্গনে সমালোচনার জন্ম দেয়। অনেকেই একে কূটনৈতিক শিষ্টাচারবহির্ভূত আচরণ বলে উল্লেখ করেছেন।
মানবাধিকার সংগঠনগুলো আশঙ্কা প্রকাশ করেছে, এ ধরনের হামলা নাইজেরিয়ার মুসলিম ও খ্রিস্টান জনগোষ্ঠীর মধ্যে বিদ্যমান সাম্প্রদায়িক ভারসাম্যকে ক্ষতিগ্রস্ত করতে পারে।
স্থানীয় আইনপ্রণেতা বাশার ইসাহ জাবোর দাবি, একটি ক্ষেপণাস্ত্র হাসপাতালের খুব কাছাকাছি আঘাত হানে, যা বেসামরিক মানুষের জন্য গুরুতর ঝুঁকি তৈরি করেছে।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে আইএসের বিরুদ্ধে এটি যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বড় সামরিক অভিযান। এর আগে মধ্যপ্রাচ্যের সিরিয়াতেও একই ধরনের বিমান হামলা চালানো হয়েছিল।