
আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ব্যাটে-বলে চাপে পড়েছে বাংলাদেশ। আগে ব্যাট করে স্বাগতিকদের দেওয়া ১৬৫ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৫৭ রানে পাঁচ উইকেট হারিয়েছে টাইগাররা।
ইনিংসের শুরুটা ভালোই করেছিলেন তানজিদ হাসান তামিম, তবে বড় ইনিংস খেলতে পারেননি। তাঁর বিদায়ের পর থেকেই একের পর এক ব্যাটার যেন আসা-যাওয়ার মিশনে নেমেছেন। মধ্য–ক্রমেও কেউই দলকে দাঁড় করাতে পারছেন না।
এখন পর্যন্ত ৯ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৫৯/৫।
জয়ের জন্য এখনো দরকার ৬৬ বলে ১০৭ রান।
পরিস্থিতি বেশ কঠিন, তবে ক্রিকেটে কিছুই অসম্ভব নয়। এখন দায়িত্ব পড়ে নিচের ব্যাটারদের কাঁধে-তারা কি পারবেন ম্যাচ ঘুরিয়ে দিতে?





























