আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপ ক্রিকেট মানেই রোমাঞ্চ, সমীকরণের হিসাব-নিকাশ আর প্রতিটি ম্যাচে নতুন নাটকীয়তা। ঠিক তেমনই এক পরিস্থিতি তৈরি হয়েছে এবারের টুর্নামেন্টে। বাংলাদেশকে সুপার ফোরে তুলতে ‘উপকার’ করেছিল শ্রীলঙ্কা। আর এখন সেই লঙ্কানদেরই ফাইনালের আশা টিকিয়ে রাখতে সাহায্য করতে হবে বাংলাদেশকেই।
বাংলাদেশের ফাইনাল স্বপ্নে শ্রীলঙ্কার অবদান
গ্রুপপর্বে দুর্দান্ত পারফরম্যান্স করে বাংলাদেশ সহজেই জায়গা করে নেয় সুপার ফোরে। আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার জয়ই বাংলাদেশকে এনে দিয়েছিল নিশ্চিত টিকিট। বলা যায়, তখন লঙ্কানদের জয়টাই ‘উপকার’ হয়ে গিয়েছিল টাইগারদের জন্য।
কিন্তু নিয়তির খেলার কারণে এখন উল্টো চিত্র। সুপার ফোরে হেরে বসা শ্রীলঙ্কা এখন তাকিয়ে আছে বাংলাদেশের দিকে। টাইগারদের জয়ের হাত ধরেই হয়তো আবার বাঁচতে পারে লঙ্কানদের ফাইনালের আশা।
শ্রীলঙ্কার অবস্থা
গ্রুপপর্বে দুর্দান্ত ফর্মে থাকলেও সুপার ফোরে এসে লঙ্কানরা মুখ থুবড়ে পড়েছে। প্রথম ম্যাচে বাংলাদেশ আর দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের কাছে হেরেছে তারা। ফলে ২ ম্যাচ শেষে শ্রীলঙ্কার পয়েন্ট শূন্য, নেট রান রেটও -০.৫৯০।
তবে এখনও সব শেষ হয়ে যায়নি। ফাইনালের সমীকরণ মেলাতে হলে আজ ভারতের বিপক্ষে জিততেই হবে তাদের। সেটাও শুধু জয় নয়—অন্তত ১০ রানের ব্যবধান বা অন্তত ১ ওভার হাতে রেখে জয় পেতে হবে, তাহলেই কাগজে-কলমে ফাইনালের সম্ভাবনা বাঁচবে।
পয়েন্ট তালিকার সমীকরণ
ভারত: ১ ম্যাচ, ২ পয়েন্ট, নেট রান রেট +০.৬৮৯
পাকিস্তান: ২ ম্যাচ, ২ পয়েন্ট, নেট রান রেট +০.২২৬
বাংলাদেশ: ১ ম্যাচ, ২ পয়েন্ট, নেট রান রেট +০.১২১
শ্রীলঙ্কা: ২ ম্যাচ, ০ পয়েন্ট, নেট রান রেট -০.৫৯০
বাংলাদেশ যদি পাকিস্তানের বিপক্ষে জেতে, তবে তাদের ফাইনাল নিশ্চিত হয়ে যাবে। আর সেই জয়ের ফলেই টিকে থাকবে শ্রীলঙ্কার ক্ষীণ আশা। তাই এখন বাংলাদেশের প্রতিটি রান, প্রতিটি উইকেটের দিকে তাকিয়ে থাকবে লঙ্কানরা।
প্রতিদানের প্রত্যাশা
গ্রুপপর্বে আফগানিস্তানকে হারিয়ে বাংলাদেশকে সাহায্য করেছিল শ্রীলঙ্কা। এবার পরিস্থিতি ঘুরে দাঁড়িয়েছে। সুপার ফোরে বাংলাদেশের জয়েই ভরসা রাখতে হচ্ছে লঙ্কানদের। বলা যায়, এবার প্রতিদানের প্রত্যাশাতেই টাইগারদের প্রতি চাওয়া বেড়েছে চারিথ আসালঙ্কাদের।
সামনে কী?
বাংলাদেশ আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে।
পাকিস্তানের বিপক্ষে ম্যাচটাই হবে ফাইনালের টিকিট নিশ্চিত করার লড়াই।
শ্রীলঙ্কাকে ভারতের বিপক্ষে জয় পেতেই হবে, নাহলে বিদায়।
এক কথায়, এশিয়া কাপের সমীকরণ এখন রোমাঞ্চে ঠাসা। শ্রীলঙ্কা কি বাংলাদেশের সমর্থক হয়ে উঠবে? নাকি হিসাব-নিকাশ উল্টে দেবে টাইগাররাই—সেটাই এখন ক্রিকেটবিশ্বের কৌতূহলের কেন্দ্রবিন্দু।