
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার জানিয়েছেন, দেশের অভ্যন্তরীণ চাহিদা এখনো পুরোপুরি পূরণ না হলেও আসন্ন দুর্গাপূজা উপলক্ষে প্রতিবেশী দেশ ভারতে ইলিশ পাঠাতে হচ্ছে। এ বছর ১ হাজার ২০০ টন ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানান।
শনিবার (১৩ সেপ্টেম্বর) ঠাকুরগাঁওয়ের বুড়ির বাঁধ সংলগ্ন জলাশয়ে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এই তথ্য দেন। সভায় মৎস্যজীবী, স্থানীয় প্রশাসন ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
ফরিদা আখতার বলেন, প্রতিবছর দুর্গাপূজা উপলক্ষে ভারত থেকে অনুরোধ আসে ইলিশ পাঠানোর জন্য। এবারও তারা চাহিদা জানিয়েছে। বাণিজ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশের মানুষ আগে ইলিশ খাবে, এটাই সরকারের অবস্থান। তবে প্রতিবেশী দেশের ধর্মীয় উৎসব ও কূটনৈতিক সম্পর্ক বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভায় জেলা প্রশাসক ইশরাত ফারজানার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মুহাম্মদ জাবের, মৎস্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. আবদুর রউফ, পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম ও জেলা মৎস্য কর্মকর্তা আরাফাত উদ্দিন আহম্মেদ।




























