
আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: ক্যারিবিয়ানদের বিপক্ষে সিরিজের শেষ টি–টোয়েন্টিতে হোয়াইটওয়াশ এড়ানোর লড়াইয়ে ব্যাট হাতে একাই লড়লেন তানজিদ তামিম। ইনিংসের শুরুতেই জীবন পেয়ে সেটাকে কাজে লাগিয়ে খেলেছেন ৮৯ রানের দারুণ এক ইনিংস। তার ব্যাটেই শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেটে ১৫১ রান তোলে বাংলাদেশ।
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন লিটন দাস। পাওয়ার প্লেতে ৪০ রানে হারায় ওপেনার পারভেজ ইমনকে (৯)। এরপর সাইফ হাসানকে সঙ্গে নিয়ে দলকে টেনে তোলেন তানজিদ। এই জুটি তৃতীয় উইকেটে ৪৩ বলে ৬৩ রান যোগ করে দলকে স্থিতি দেয়।
তবে পরবর্তী ব্যাটাররা বড় ইনিংস খেলতে ব্যর্থ হন। নির্ভরযোগ্য ইনিংস উপহার দেন কেবল তানজিদ, যিনি ৬২ বলে ৯টি চার ও ৪টি ছক্কায় খেলেন ৮৯ রানের দুর্দান্ত ইনিংস।
ক্যারিবিয়ান বোলারদের মধ্যে রোমারিও শেফার্ড নেন সর্বোচ্চ ৩ উইকেট। জেসন হোল্ডার ও খারি পিয়েরের শিকার দুটি করে উইকেট।
এদিকে বাংলাদেশের দেয়া ১৫২ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে টাইগার বোলারদের বেধড়ক পিটিয়ে মাত্র ৩ উইকেট হারিয়ে ১২০ রান সংগ্রহ করে ফেলেছে ওয়েস্ট ইন্ডিজ দল।





























