আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের পরিবর্তন কার্যকর করতে জনগণকে আসন্ন গণভোটে অবশ্যই ‘হ্যাঁ’ ভোট প্রদানের মাধ্যমে অংশ নিতে হবে।
মঙ্গলবার বিকেলে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
ড. এম সাখাওয়াত হোসেন বলেন, আমরা জানি সামনে একটি গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। যদি এটি অতীতের মতো হয় এবং সরকার পরিচালনাও পুরনো পদ্ধতিতে চলে, তবে পরিবর্তনের সম্ভাবনা হারিয়ে যাবে। তাই জনগণকে অবশ্যই ‘হ্যাঁ’ ভোটে অংশ নিতে হবে।
তিনি আরও যোগ করেন, ‘হ্যাঁ’ ভোট না দিলে এই সুযোগ হাতছাড়া হয়ে যাবে এবং প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন ছাড়া দেশ আগের অবস্থায় ফিরে যাবে।
স্থলবন্দর ও ইমিগ্রেশন পরিস্থিতি সম্পর্কেও উপদেষ্টা জানান, দেশে যাত্রী চলাচল কমে গেছে। আগে বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রতিদিন হাজারের বেশি যাত্রী যাতায়াত করলেও এখন এটি তিন-চারশতে নেমে এসেছে। ভারতের ভিসা প্রদানের সীমাবদ্ধতাকেই এর প্রধান কারণ হিসেবে উল্লেখ করেন তিনি।
ড. এম সাখাওয়াত হোসেন আশা প্রকাশ করেন, এই পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হবে এবং নির্বাচন শেষে নতুন সরকার দায়িত্ব নিলে আরও উন্নতি করা সম্ভব হবে।
বাংলাবান্ধা স্থলবন্দর সম্পর্কেও তিনি জানান, বেসরকারি পোর্ট অপারেটরের মেয়াদ শেষ হলে সরকার নতুন পরিকল্পনা গ্রহণ করতে পারবে। উপমহাদেশীয় ও চীনের সঙ্গে যোগাযোগ প্রসঙ্গে তিনি বলেন, বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক ভিন্ন হওয়ায় সরাসরি চীনের সঙ্গে সড়ক যোগাযোগ সহজ নয়।
নৌ মন্ত্রণালয়ের অধীনে দেশের ২০টি স্থলবন্দর রয়েছে এবং তারই অংশ হিসেবে ড. সাখাওয়াত হোসেন বাংলাবান্ধা পরিদর্শন করেছেন। পরিদর্শন শেষে তিনি পঞ্চগড় সরকারি অডিটরিয়ামে ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা সভায় অংশ নেন। এ সময় জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান, পুলিশ সুপার রবিউল ইসলামসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।