আওয়ার টাইমস নিউজ:
স্টাফ রিপোর্টার: দীর্ঘ সময় পর বাংলাদেশ সফরে এসে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। তার এই সফরকে ঘিরে কূটনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।
শনিবার (২৩ আগস্ট) বিকেলে গুলশানে পাকিস্তান হাইকমিশনে একে একে কয়েকটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
প্রথমে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নেতাদের সঙ্গে বৈঠক করেন দার। আলোচনায় তিনি এনসিপির সংস্কারমুখী অবস্থান ও সামাজিক ন্যায়বিচারের প্রতি প্রতিশ্রুতির প্রশংসা করেন। একইসঙ্গে বাংলাদেশ ও পাকিস্তানের তরুণ প্রজন্মের মধ্যে সাংস্কৃতিক ও সামাজিক বিনিময় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
পরে বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি। সেখানে দার দুই দেশের সম্পর্ককে পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে আরও এগিয়ে নেওয়ার কথা বলেন। আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির প্রসঙ্গও আলোচনায় উঠে আসে। পাশাপাশি তিনি সার্ক প্রতিষ্ঠায় বাংলাদেশের ঐতিহাসিক অবদানের কথাও উল্লেখ করেন।
এর আগে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাদের সঙ্গেও আলাপ করেন। বৈঠকে আঞ্চলিক পরিস্থিতি ও দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের উপায় নিয়ে আলোচনা হয়। এ সময় পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী জামায়াত নেতাদের ধৈর্য ও অটলতার প্রশংসা করেন।
কূটনৈতিক বিশ্লেষকদের মতে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠক পাকিস্তানের পক্ষ থেকে শুধু দ্বিপাক্ষিক সম্পর্ক শক্ত করার প্রয়াস নয়, বরং বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক প্রেক্ষাপটেও সক্রিয় ভূমিকা রাখার ইঙ্গিত বহন করে।
cgt