আওয়ার টাইমস নিউজ।
রাজনীতি: বাংলাদেশকে অস্থির করার চেষ্টা হলে তার জবাব কঠোর হবে, এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, বাংলাদেশকে অস্থিতিশীল করা হলে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের তথাকথিত ‘সেভেন সিস্টার্স’ বিচ্ছিন্ন করার প্রশ্ন সামনে আসবে।
সোমবার বিকেলে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে ইনকিলাব মঞ্চের উদ্যোগে আয়োজিত এক সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশটি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হত্যাচেষ্টার প্রতিবাদে অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, ভবিষ্যৎ বাংলাদেশের রাজনীতিতে যারা ওসমান হাদিদের মতো নেতাদের ওপর হামলার সাহস দেখাবে, তাদের বিরুদ্ধে প্রতিরোধের আগুন শুধু দেশে নয়, আন্তর্জাতিক পরিসরেও ছড়িয়ে পড়বে।
ভারতের সমালোচনা করে তিনি বলেন, স্বাধীনতার পাঁচ দশক পেরিয়ে গেলেও বাংলাদেশকে এখনো আগ্রাসী শক্তির ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে। তার ভাষায়, বারবার একই শক্তি বাংলাদেশের মানচিত্রে থাবা বসানোর চেষ্টা করছে।
তিনি আরও দাবি করেন, বাংলাদেশকে পরিকল্পিতভাবে অস্থিতিশীল করে একটি যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত চলছে। তবে এ ধরনের চেষ্টা সফল হতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও কঠোর সমালোচনা করেন এনসিপি নেতা। তিনি বলেন, বর্তমান নির্বাচন কমিশন কার্যত মেরুদণ্ডহীন। যোগ্য ও সাহসী নির্বাচন কমিশনের অভাব কখনোই বাংলাদেশে হবে না।
এ সময় তিনি বিশ্ববিদ্যালয়গুলোর একটি অংশের শিক্ষকদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। তার অভিযোগ, প্রকাশ্যে এক কথা আর গোপনে আরেক ধরনের সমঝোতার রাজনীতি করে জাতীয় ঐক্য বিনষ্ট করা হচ্ছে, যা আর চলতে দেওয়া হবে না।
সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং ওসমান হাদির ওপর হামলার বিচার ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।