আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বাংলাদেশ সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, ভারত প্রতিবেশী বাংলাদেশকে নিয়ে কোনো উত্তেজনা বা বিভেদে যেতে চায় না। বরং দুই দেশের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার ব্যাপারে তারা অঙ্গীকারবদ্ধ।
এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি বলেন, ভারত কখনোই বাংলাদেশের সঙ্গে দ্বন্দ্ব চায় না। প্রতিবেশীদের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখাই আমাদের লক্ষ্য। তবে এ সময় তিনি এটিও উল্লেখ করেন, ভারত প্রয়োজন হলে যে কোনো পরিস্থিতি মোকাবিলা করতে সক্ষম।
আলোচনায় উঠে আসে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে ঘিরে সাম্প্রতিক বিতর্ক। ভারতীয় সংবাদমাধ্যমের একটি প্রতিবেদনে দাবি করা হয়েছিল, ড. ইউনূস পাকিস্তানের এক জেনারেলকে ভারতের উত্তর–পূর্ব অঞ্চল যুক্ত করে ‘বিকৃত মানচিত্র’ দিয়েছেন। এই অভিযোগকে কেন্দ্র করে রাজনাথ সিং বলেন, বাংলাদেশের নেতৃত্বকে মন্তব্যের ক্ষেত্রে সতর্ক থাকা উচিত।
তবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে স্পষ্ট করে জানানো হয়েছে, ওই সংবাদ সম্পূর্ণ ভিত্তিহীন। তারা দাবি করেছে, পাকিস্তানি কর্মকর্তাকে কোনো বিকৃত মানচিত্র নয়, বরং একটি গ্রাফিতির বই উপহার দেওয়া হয়েছিল।
২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর থেকেই ঢাকা–দিল্লি সম্পর্কে কিছুটা শীতলতা দেখা দেয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদায়ের পর এবং নতুন অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর দুই দেশের কূটনৈতিক টোনে পরিবর্তন এসেছে বলে পর্যবেক্ষকদের মন্তব্য।
বর্তমানে ভারত ও বাংলাদেশের সম্পর্ক নতুন পর্যায়ে প্রবেশ করেছে, যেখানে সংলাপ, পারস্পরিক শ্রদ্ধা এবং আস্থার ভিত্তিতে পথ খোঁজার বিষয়টি সামনে এসেছে।