
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের এক ছাত্রী, গোপনে হলের জুনিয়র শিক্ষার্থীদের অপ্রস্তুত ছবি তুলে এক সিনিয়র ভাইয়ের কাছে পাঠানোর অভিযোগে বিতর্কে জড়িয়েছেন। অভিযোগ অনুযায়ী, অভিযুক্ত ছাত্রী নিয়মিতভাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অন্য ছাত্রীদের ঘুমন্ত বা ব্যক্তিগত মুহূর্তের ছবি পাঠাতেন।
ভুক্তভোগী শিক্ষার্থীরা সোমবার বিষয়টি অনুষদের ডিনের কাছে জানান। পরদিন তারা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে ডিনের সঙ্গে বৈঠক করেন।
অভিযোগের তদন্তে অভিযুক্ত ছাত্রী অভিযোগ স্বীকার করেছেন। তার মোবাইল ফোন পরীক্ষা করে ছবির আদান-প্রদানের প্রমাণ পাওয়া গেছে। বর্তমানে মোবাইলটি সিলগালা অবস্থায় ডিন অফিসে রাখা হয়েছে এবং বিষয়টি বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন প্রতিরোধ ও নিরোধ কমিটিতে হস্তান্তর করা হবে।
অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থী জানিয়েছেন, তিনি পাঠানো ছবি সংরক্ষণ করেননি এবং কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যা সিদ্ধান্ত দেবে, তিনি তা মেনে চলবেন।
সহপাঠীরা জানান, ইন্টার্নশিপ চলাকালে তাদের সন্দেহজনক আচরণ লক্ষ্য করা হয়। পরে নিশ্চিত হয়ে বিভাগীয় শিক্ষকদের অবহিত করা হয় এবং কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।


























