আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের পূর্বাঞ্চলীয় শহর নুভিল সুর সোনেতে এক ফরাসি নাগরিক তার বাড়ির বাগানে সুইমিং পুল নির্মাণের জন্য মাটি খুঁড়তে গিয়ে হঠাৎ বিরাট সোনার ভান্ডার আবিষ্কার করেছেন। প্রাপ্ত সোনার বার এবং শতাধিক সোনার মুদ্রার বাজারমূল্য প্রায় ৯ কোটি ৭৪ লাখ ৮৮ হাজার টাকা (৮ লাখ মার্কিন ডলার) বলে জানানো হয়েছে।
স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ওই ব্যক্তি গত মে মাসে খননকাজ চলাকালীন মাটির নিচে এই সোনা খুঁজে পান এবং তাৎক্ষণিকভাবে স্থানীয় প্রশাসনকে অবহিত করেন। যেহেতু এই সোনা কোনো প্রত্নতাত্ত্বিক স্থানের অংশ নয়, আইন অনুযায়ী তাকে এটি নিজের কাছে রাখার অনুমতি দেওয়া হয়েছে।
খবর অনুযায়ী, মাটির নিচে প্লাস্টিকের ব্যাগে পাঁচটি সোনার বার এবং অনেকগুলো সোনার মুদ্রা রাখা ছিল। পুলিশি তদন্তে জানা গেছে, এই সোনা বৈধভাবে অর্জিত এবং প্রায় ১৫ থেকে ২০ বছর আগে নিকটস্থ একটি রিফাইনারিতে গলানো হয়েছিল।
শহর কর্তৃপক্ষ আরও জানিয়েছে, বাগানের আগের মালিক মারা গেছেন, তাই সোনাটি কীভাবে এই অবস্থায় বাগানে পৌঁছেছে তা এখনো একটি রহস্য।
এই ঘটনার পর স্থানীয়রা এই আশ্চর্য আবিষ্কারের প্রতি গভীর আগ্রহ প্রকাশ করছেন এবং ফরাসি নাগরিকের ভাগ্যবান অবস্থার প্রশংসা করছেন।