আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: রাজধানীর বাড্ডার নিমতলি এলাকায় শ্রী শ্রী মহাদেব আশ্রম ও কালী মন্দিরের দায়িত্ব পালনকালে পুলিশের কাছ থেকে ৩০ রাউন্ড শটগানের গুলি চুরি হওয়ায় তড়িঘড়ি পদক্ষেপ নেয়া হয়েছে। ঘটনার পর বাড্ডা থানার ওসি মো. সাইফুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে এক উপ-পরিদর্শক, একজন সহকারী উপ-পরিদর্শক এবং পাঁচ কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপ-কমিশনার জানান, দায়িত্বে অবহেলার কারণে এই পদক্ষেপ নেয়া হয়েছে। চলমান তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
পুলিশ সূত্র জানায়, মন্দির এলাকায় দায়িত্ব পালনের জন্য একটি নির্মাণাধীন ভবনের দোতলায় রুমের ব্যবস্থা করা হয়েছিল। মঙ্গলবার ভোরে পুলিশের তত্ত্বাবধানে থাকা ব্যাগ ও মালামাল থেকে গুলি, মানিব্যাগ এবং মোবাইল চুরি হয়। পরে সকাল পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, চুরি হওয়া ব্যাগগুলো উদ্ধার করা হয়েছে এবং কিছু সংশ্লিষ্টকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।
ডিএমপি বলেছে, এ ধরনের দায়িত্বহীনতা মেনে নেওয়া হবে না এবং ভবিষ্যতে এমন ঘটনা পুনরাবৃত্তি না ঘটার জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।