আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৭ হিজরি উপলক্ষে আজ শনিবার থেকে শুরু হলো মাসব্যাপী ইসলামি বইমেলা। ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ প্রাঙ্গণে এই বইমেলার আয়োজন করা হয়েছে, যা এবারই প্রথম এত বড় পরিসরে অনুষ্ঠিত হচ্ছে।
বাদ আসর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। এ সময় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খানের সভাপতিত্বে ধর্ম মন্ত্রণালয় ও ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
সংগঠনের বিজ্ঞপ্তি অনুযায়ী, মেলা চলবে আগামী ১২ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত সাধারণ মানুষের জন্য উন্মুক্ত থাকবে। ছুটির দিনে সকাল ১০টা থেকেই শুরু হবে মেলা।
এবারের মেলায় প্রায় দেড় শতাধিক স্টল অংশ নিচ্ছে, যার মধ্যে মিসর, লেবানন ও পাকিস্তানের পাঁচটি আন্তর্জাতিক স্টলও রয়েছে। এখানে পবিত্র কোরআনের অনুবাদ ও তাফসির, হাদিসগ্রন্থসহ ইসলামের বিভিন্ন বিষয়ের ওপর মৌলিক ও গবেষণাধর্মী বই পাওয়া যাবে।
প্রতিদিন মেলায় আয়োজন থাকবে ইসলামি সাংস্কৃতিক পরিবেশনা, আলোচনা সভা, নতুন বইয়ের মোড়ক উন্মোচন এবং পাঠক-লেখক-প্রকাশকদের মিলনমেলা। এছাড়া শিশুদের জন্য আলাদা চত্বর, মিডিয়া কর্নার, তথ্যকেন্দ্র এবং নারীদের জন্য আলাদা বসার ব্যবস্থাও রাখা হয়েছে।
মাসব্যাপী এই আয়োজনকে আরও আকর্ষণীয় করতে ইসলামিক ফাউন্ডেশনের স্টলসহ বিভাগীয় ও জেলা কার্যালয়ের বইগুলোয় থাকছে ৪০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড়।