আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের শুনানিতে ব্রাহ্মণবাড়িয়া–২ ও ৩ আসনের সীমানা নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এসময় আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা অভিযোগ করেন, তাকে ধাক্কা দেওয়া হয়েছে।
তিনি সাংবাদিকদের বলেন, “যে বিএনপির নেতাকর্মীদের জন্য ১৫ বছর লড়াই করেছি, তারা এখন আমাকে ধাক্কা দেয়। নির্বাচনের আগে সীমানা নিয়ে নিজের দলের মধ্যে যদি এমন পরিস্থিতি হয়, তবে নির্বাচনে কী হবে তা অনুমেয়।”
দুপুরে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনারদের উপস্থিতিতে শুনানি চলাকালে এ ঘটনা ঘটে। রুমিন ফারহানা দাবি করেন, ব্রাহ্মণবাড়িয়া–৩ এর প্রার্থী তার সমর্থকদের নিয়ে গণ্ডগোল করেন এবং তাকে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়।
তিনি বলেন, “আমি একজন আইনজীবী হিসেবে আমার কেস নিজেই প্রেজেন্ট করছিলাম। কিন্তু সেখানে যেভাবে গুন্ডামি করা হয়েছে, সেটা কমিশনের মর্যাদার সঙ্গে যায় না।”
ঘটনার সময় তার সমর্থকরা আক্রমণের জবাব দিয়েছে বলেও জানান তিনি।