আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে তিনি রাজধানীর নির্বাচন কমিশন (ইসি) ভবনে গিয়ে ভোটার হিসেবে নিবন্ধনের সব আনুষ্ঠানিকতা শেষ করেন।
নির্বাচন কমিশন সূত্র জানায়, দুপুর ১টার দিকে তারেক রহমান ইসি ভবনে পৌঁছান। এরপর ইটিআই ভবনের ১০৪ নম্বর কক্ষে তার এনআইডি সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করা হয়। এ সময় তার আঙুলের ছাপ ও চোখের আইরিশ স্ক্যান নেওয়া হয়, যা ভোটার নিবন্ধনের নিয়মিত প্রক্রিয়ার অংশ।
নিবন্ধন শেষে বেলা ১টা ২০ মিনিটের দিকে তিনি নির্বাচন কমিশন ভবন ত্যাগ করেন এবং গুলশানের বাসভবনের উদ্দেশে রওনা হন।
এনআইডি উইংয়ের কর্মকর্তারা জানান, নিবন্ধনের তথ্য স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে সার্ভারে যাচাই করা হবে। তথ্যের কোনো অসঙ্গতি না থাকলে ৫ থেকে ২৪ ঘণ্টার মধ্যে তার এনআইডি নম্বর তৈরি হবে। এনআইডি প্রস্তুত হলে তা এসএমএসের মাধ্যমে জানানো হবে এবং অনলাইন থেকেও ডাউনলোড করার সুযোগ থাকবে।
দীর্ঘদিন পর দেশে ফিরে রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি নাগরিক হিসেবে প্রয়োজনীয় রাষ্ট্রীয় প্রক্রিয়ায় অংশ নেওয়াকে গুরুত্বের সঙ্গে দেখছেন বিএনপির নেতাকর্মীরা।