
আওয়ার টাইমস নিউজ।
রাজনীতি: সুনামগঞ্জে এক গণসমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, বিএনপি যদি এককভাবে ক্ষমতায় আসে, তাহলে দেশে আবারও চাঁদাবাজি, গুন্ডামি ও অস্থিরতা বেড়ে যাবে। এতে দেশের অর্থনীতিতে অস্থিতিশীলতা দেখা দেবে এবং সাধারণ মানুষ নতুন করে ভোগান্তিতে পড়বে।
তিনি বলেন, দেশে যারা ৩০ থেকে ৩৫ শতাংশ ভোট নিয়ে সরকার গঠন করে, তারা আসলে জনগণের পূর্ণ সমর্থন পায় না। ৬০ থেকে ৬৫ শতাংশ ভোটের মূল্যায়ন না হওয়ায় প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা পায় না। তাই পিআর পদ্ধতির নির্বাচন চালু হলে প্রতিটি ভোটের মূল্যায়ন হবে, দেশ ফ্যাসিবাদী শাসন থেকে মুক্তি পাবে।
চরমোনাই পীর অভিযোগ করেন, রাজনীতির নামে আজ দেশে দুর্নীতি, চাঁদাবাজি আর দখলবাজির সংস্কৃতি প্রতিষ্ঠিত হয়েছে। আমরা সেই অন্যায় ব্যবস্থার বিরোধী। জনগণ যাতে নিরাপদে ভোট দিতে পারে, সেই পরিবেশ ফিরিয়ে আনতে হলে নির্বাচন অবশ্যই নিরপেক্ষ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে হবে।
তিনি আরও বলেন, পৃথিবীর বহু দেশেই পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচন হয়। এটি গণতন্ত্রের ভারসাম্য রক্ষায় সবচেয়ে কার্যকর উপায়। যারা বলে এই পদ্ধতি দেশের জন্য উপযোগী নয়, তারা আসলে গণতন্ত্রের চেতনায় বিশ্বাস করে না।
গণসমাবেশে অন্যান্য বক্তারাও দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং দুর্নীতি, গুম-খুন, ও চাঁদাবাজির রাজনীতি থেকে জনগণকে রক্ষা করার আহ্বান জানান। তারা বলেন, সুষ্ঠু ভোট ও জনগণের অংশগ্রহণ ছাড়া প্রকৃত পরিবর্তন সম্ভব নয়।



























