আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম তার দল ক্ষমতায় এলে শিক্ষকদের সকল ন্যায্য দাবি পূরণে প্রতিশ্রুতি দিয়েছেন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ঠাকুরগাঁও সদর এলাকায় এক মতবিনিময় সভায় তিনি বলেন, এই দাবি শুধু ক্রিকেট বা রাজনৈতিক দাবি নয়, এটি জাতির প্রতি সামাজিক ফলপ্রসূ দায়বদ্ধতা।
মির্জা ফখরুল বক্তব্যে বলেন, শিক্ষকরা বর্তমানে কঠোর আন্দোলনে রয়েছেন, হাজার চেষ্টা সত্ত্বেও তাদের দাবি স্বীকার করার কোনো উদ্যোগ দেখা যায় না। নির্বাচন হলে আমরা এই অবিচার বন্ধ করব।
তিনি আরও জানান, আমরা নির্বাচিত হয়ে যুক্ত বুদ্ধিমত্তার পরিকল্পনা করব ও শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে গড়ে তুলব যাতে শিক্ষকরা আর ঘুরে ফিরে দাবি জাগ্রত করতে না হয়।
তিনি এও বলেন, শিক্ষকের ঘরানির কর্মসংস্থান, বেতন, সামাজিক মর্যাদা, সবই একটি স্বয়ংসম্পূর্ণ শিক্ষা নীতিমালার অংশ হবে। আমি চাই শিক্ষক, ছাত্র, অভিভাবক, সবাই একসাথে গড়ে তুলুক এক সুশাসিত শিক্ষাব্যবস্থা।
এই সম্মেলনে ঠাকুরগাঁও প্রতিনিধিরা ও স্থানীয় শিক্ষা নেতারা উপস্থিত ছিলেন। তারা আশা প্রকাশ করেন, এই প্রতিশ্রুতি বাস্তবায়িত হলে শিক্ষাব্যবস্থা নতুন রূপ পাবে ও শিক্ষকরা উপকৃত হবেন।