
আওয়ার টাইমস রাজনীতি।
রাজনীতি: বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, দলটি মানুষের ভোট চায়, কিন্তু ধর্মের নামে কোনো প্রলোভন বা সুবিধা দিয়ে মানুষকে নিয়ন্ত্রণ করতে চায় না।
সোমবার সকালে রাজধানীর ফার্মগেটের বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউশন (কেআইবি) অডিটোরিয়ামে আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচির উদ্বোধনী বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, “যারা বিনা কষ্টে জান্নাতে পৌঁছে যেতে চাচ্ছে, তারা বাসস্টেশন কোন জায়গায় তা জেনে নিক। ইহকালে কীভাবে চলবে, সেই কোনো পরিকল্পনা তাদের কাছে নেই। তারা শুধু তড়িঘড়ি জাহান্নামে নিয়ে যেতে চাচ্ছে।”
তিনি আরও বলেন, “বিএনপি দেশের মানুষের ভোট চায়। জনগণের কাছে ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করতে চায় না। ভোটের বিনিময়ে জনগণের চাওয়া পূরণ করতে হবে।”
অনুষ্ঠানে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, “কেউ জান্নাত বা বেহেশতের কথা বলছে, তা তাদের ভোট পেতে বলা। তবে ধর্মের নামে বিভ্রান্তি সৃষ্টি করা বা ব্যবসা করা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়।”



























