আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: শহীদ মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে ফের অবস্থান কর্মসূচি শুরু করেছে ইনকিলাব মঞ্চ।
শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সংগঠনটির নেতাকর্মী, শিক্ষার্থী ও সাধারণ মানুষ শাহবাগের শহীদ হাদি চত্বরে জড়ো হয়ে অবরোধ কর্মসূচি পালন করেন। এ সময় তারা হত্যার বিচার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
এর আগের দিন শুক্রবার জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করে শাহবাগ মোড়ে অবস্থান নেয় ইনকিলাব মঞ্চ। রাতভর তারা সেখানেই অবস্থান করেন।
ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের জানান, শহীদ হাদি হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত শাহবাগ ছাড়বেন না তারা। দাবি আদায় না হলে আন্দোলন আরও জোরদার করা হবে বলেও জানান তিনি।
তবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শহীদ ওসমান হাদির কবর জিয়ারতকে কেন্দ্র করে সাময়িকভাবে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শাহবাগ মোড় ছেড়ে আজিজ সুপার মার্কেটের সামনে সরে যান। কর্মসূচি শেষে পুনরায় তারা শাহবাগ মোড়ে ফিরে এসে অবস্থান নেন।
সরেজমিনে দেখা যায়, শাহবাগ এলাকায় ইনকিলাব মঞ্চের কর্মসূচিকে ঘিরে অতিরিক্ত লোকসমাগম হয় এবং হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে স্লোগানে মুখরিত থাকে পুরো চত্বর।