আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৬টা ৫৭ মিনিটে তিনি জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের স্মরণ করেন। এ সময় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত একটি সুসজ্জিত দল রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করে।
শ্রদ্ধা নিবেদন শেষে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধান উপদেষ্টা।
এর আগে সকাল ৬টা ৩৩ মিনিটে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
এদিকে বিজয়ের ৫৫ বছর পূর্তি উপলক্ষে রাজধানী ঢাকাজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। সোমবার সন্ধ্যা থেকেই লাল-সবুজের আলোয় আলোকিত হয়ে ওঠে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনা, যা সাধারণ মানুষের দৃষ্টি কেড়েছে।
বিজয় দিবস উদযাপনের অংশ হিসেবে বিশেষ আয়োজন রেখেছে সশস্ত্র বাহিনী। মঙ্গলবার বেলা ১১টা থেকে তেজগাঁও পুরাতন বিমানবন্দর এলাকায় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর যৌথ ফ্লাই-পাস্ট অনুষ্ঠিত হবে। একই সঙ্গে আয়োজন করা হয়েছে বিশেষ বিজয় দিবস ব্যান্ড শো।
এ ছাড়া দেশের স্বাধীনতার ৫৪ বছর উপলক্ষে ‘টিম বাংলাদেশ’-এর ৫৪ জন প্যারাট্রুপার পতাকা বহন করে আকাশে স্কাইডাইভ প্রদর্শন করবেন। এই আয়োজনের মাধ্যমে বিশ্বের সর্ববৃহৎ পতাকা-প্যারাশুটিং প্রদর্শনের নতুন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ার প্রত্যাশা করা হচ্ছে।