
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: আজ ১৬ ডিসেম্বর, বাঙালি জাতির মহান বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে পাক হানাদার বাহিনীর আত্মসমর্পণের মাধ্যমে মুক্তি পাওয়া বাংলাদেশকে স্মরণ করে প্রতি বছর দিবসটি পালন করা হয়।
তবে এবারের বিজয় দিবসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফেসবুকে একটি পোস্টে মুক্তিযুদ্ধকে ভারতের যুদ্ধ হিসেবে উল্লেখ করেছেন। পোস্টে বাংলাদেশের কোনো উল্লেখ নেই, বরং তিনি লিখেছেন, ‘ভারতের ঐতিহাসিক বিজয়’। মোদি পোস্টে বলেন, ১৯৭১ সালে সাহসী সৈন্যদের দৃঢ় সংকল্প ও আত্মত্যাগের ফলে ভারত ঐতিহাসিক বিজয় অর্জন করেছিল।
মোদি আরও লিখেছেন, “এই দিনটি তাদের বীরত্ব ও নিঃস্বার্থ চেতনার স্মারক। তাদের বীরত্ব ভারতীয় প্রজন্মকে অনুপ্রাণিত করে।” গতবছরও তিনি একইভাবে মুক্তিযুদ্ধকে ভারতের বিজয় হিসেবে উল্লেখ করেছিলেন।
বাংলাদেশে বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
সারাদেশে মহান বিজয় দিবস উদযাপন করতে তেজগাঁও পুরাতন বিমান বন্দরে বাংলাদেশ সেনাবাহিনী ৩১ বার তোপধ্বনির মাধ্যমে শহীদদের সম্মান জানায়। একই সময় কক্সবাজারেও ৩১ বার তোপধ্বনি দেয়া হয়।



























