আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: মহান বিজয় দিবস উপলক্ষে বিশেষ নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে ঢাকার আশপাশের কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে সাময়িক ট্রাফিক পরিবর্তনের ঘোষণা দিয়েছে পুলিশ।
ঢাকা জেলা পুলিশ জানিয়েছে, ১৬ ডিসেম্বর ভোর ৩টা থেকে সকাল ৯টা পর্যন্ত ঢাকা–আশুলিয়া ও ঢাকা–আরিচা মহাসড়কের গাবতলী ও বাইপাইল এলাকায় যান চলাচলে ডাইভারশন কার্যকর থাকবে। এই সময়ে ওইসব এলাকায় বিকল্প পথে চলাচলের জন্য যানবাহন চালকদের অনুরোধ করা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, বিজয় দিবসের রাষ্ট্রীয় কর্মসূচি নির্বিঘ্নে সম্পন্ন করা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেই এই সাময়িক ট্রাফিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এদিকে সকাল ৯টা থেকে সাভারের জাতীয় স্মৃতিসৌধ সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। এ উপলক্ষে সেখানে বিপুল সংখ্যক মানুষের সমাগম হতে পারে বলে ধারণা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ট্রাফিক ব্যবস্থাপনায় সহযোগিতা করতে এবং অনাকাঙ্ক্ষিত ভোগান্তি এড়াতে নির্ধারিত সময়ে বিকল্প সড়ক ব্যবহারের জন্য নগরবাসী ও দূরপাল্লার যানবাহন চালকদের বিশেষভাবে অনুরোধ জানিয়েছে পুলিশ।