আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর প্রদেশের কানপুরে বিবাহবিচ্ছেদের মামলার প্রেক্ষাপটে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, স্ত্রী সারিকা তার স্বামী অমিত সোনকারের কান কামড়ে ছিঁড়ে দিয়েছেন। আহত স্বামী থানায় অভিযোগ দায়ের করেছেন।
NDTV এর প্রতিবেদনের বরাতে জানা যায়, অমিত পেশায় সবজি বিক্রেতা। তার অভিযোগ, আট বছর আগে প্রেমের সম্পর্ক থেকে তাদের বিয়ে হয়েছিল। বিবাহ জীবনের প্রথম দিকে সম্পর্ক ভালো থাকলেও সাম্প্রতিক সময়ে দাম্পত্য জীবনে নিয়মিত কলহ লেগে থাকত। অবশেষে বিষয়টি আদালতে গড়ায় এবং বিবাহবিচ্ছেদের মামলা চলছিল।
ঘটনার দিন, স্ত্রী ঝগড়া শুরু করেন। অমিত ঘুমিয়ে ছিলেন, পরে বাঁচতে উঠলেও শেষ পর্যন্ত সারিকা তাকে জাপটে ধরে কান কামড়ে দেন। আহত অবস্থায় অমিত থানায় গিয়ে অভিযোগ করেন এবং জানান, তিনি আর স্ত্রীর সঙ্গে থাকতে চান না।
এদিকে, স্ত্রী সারিকাও পাল্টা অভিযোগ করেছেন যে, স্বামী তাকে শারীরিকভাবে নির্যাতন করতেন। স্থানীয় পুলিশ জানায়, বিবাহবিচ্ছেদের মামলার প্রেক্ষাপটেই এই সংঘর্ষের সূত্রপাত। সারিকার অভিযোগের ভিত্তিতে অমিতের বিরুদ্ধেও মামলা দায়ের হয়েছে। বিষয়টি বর্তমানে তদন্তাধীন।
স্থানীয় বাসিন্দারা এই ঘটনার ব্যাপারে বিস্তৃত আলোচনা করছেন। ঘটনাটি এলাকায় তোলপাড় সৃষ্টি করেছে।
সূত্র: NDTV