আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: গাইবান্ধার সাদুল্লাপুরে একটি হৃদয়বিদারক ও চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে, যেখানে নববধূ মোরশেদা আক্তার (২০) তার স্বামী নজরুল ইসলাম (২৫)-এর উপর বাসর ঘরে বর্বর হামলা চালিয়ে তার পুরুষাঙ্গ আংশিক কেটে ফেলেছেন। ঘটনাটি শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাত ২টার দিকে পাইকা গ্রামে ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার পারিবারিকভাবে বিয়ে সম্পন্ন হওয়ার পর রাতেই নববধূকে বাড়িতে আনা হয়। আনন্দ-উল্লাসের মাঝেই সাজানো বাসর ঘরে এই হামলার ঘটনা ঘটে। নজরুল ইসলাম আত্নচিৎকার করলে স্বজনরা দ্রুত এগিয়ে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। গুরুতর আহত অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, আংশিক কেটে ফেলা অংশ চারপাশে ছড়িয়ে পড়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ নববধূকে আটক করে সাদুল্লাপুর থানায় নিয়ে আসে।
খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদের সদস্য আতোয়ার রহমান বলেন, “বিয়ের রাতেই এমন ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক। এটি সমাজে উদ্বেগের সৃষ্টি করেছে।”
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার জানিয়েছেন, নববধূকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তিনি আরও বলেন, “আংশিক আঘাতের অভিযোগে তদন্ত শেষে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”