আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে রাজধানীর পূর্বাচলে আয়োজিত গণসংবর্ধনার মঞ্চে ওঠেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লাল-সবুজ রঙে সাজানো একটি বাসে করে তিনি সরাসরি সংবর্ধনাস্থলে পৌঁছান।
মঞ্চে উঠেই নিজের জন্য নির্ধারিত বিশেষ চেয়ারটি সরিয়ে রেখে একটি সাধারণ চেয়ারে বসেন তারেক রহমান। তার এই আচরণ মুহূর্তেই উপস্থিত নেতাকর্মীদের মধ্যে আলোচনার সৃষ্টি করে। পরে তিনি জনতার উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান।
বেলা ৩টা ৫৭ মিনিটে বক্তব্য শুরু করে তিনি প্রথমেই বলেন, “প্রিয় বাংলাদেশ।” এরপর মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, রাব্বুল আলামিনের অশেষ রহমতে তিনি আবার দেশের মানুষের মাঝে ফিরে আসতে পেরেছেন। বক্তব্যে তিনি বাংলাদেশের ইতিহাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ অধ্যায়ের কথা স্মরণ করেন ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, ১৯৭৫ সালের রাজনৈতিক পরিবর্তন, ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং সর্বশেষ ২০২৪ সালের ছাত্র-জনতার গণআন্দোলনের কথা উল্লেখ করেন।
এক পর্যায়ে দেশবাসীর উদ্দেশে নিজের ভবিষ্যৎ ভাবনার কথা তুলে ধরে তিনি বলেন, কিংবদন্তি মার্টিন লুথার কিংয়ের ভাষায় বলতে চান “আই হ্যাভ আ প্ল্যান ফর দ্য পিপল অব মাই কান্ট্রি।” তিনি জানান, এই পরিকল্পনা দেশের মানুষের কল্যাণ, উন্নয়ন এবং ভাগ্য পরিবর্তনের লক্ষ্যেই প্রণীত।
তারেক রহমান বলেন, এই পরিকল্পনা বাস্তবায়নে দেশের গণতন্ত্রকামী সকল মানুষের সহযোগিতা প্রয়োজন। সবাই পাশে থাকলে এবং ঐক্যবদ্ধ হলে জনগণের আকাঙ্ক্ষা পূরণ করা সম্ভব হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বক্তব্যে তিনি একটি নিরাপদ বাংলাদেশের স্বপ্নের কথা তুলে ধরেন—যেখানে মানুষ নিরাপদে ঘর থেকে বের হয়ে আবার নিরাপদে ফিরতে পারবে, যেখানে কথা বলার অধিকার থাকবে, গণতান্ত্রিক অধিকার নিশ্চিত হবে এবং যোগ্যতা অনুযায়ী ন্যায্য প্রাপ্য পাওয়া যাবে।
গণসংবর্ধনার শুরুতে মঞ্চে তারেক রহমানকে স্বাগত জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পুরো অনুষ্ঠানজুড়ে নেতাকর্মীদের মধ্যে ছিল আবেগ, প্রত্যাশা ও উৎসবমুখর পরিবেশ।