আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: ২০২২ বিশ্বকাপে সবাইকে চমকে দিয়ে ফাইনালের খুব কাছ পর্যন্ত গিয়েছিল মরক্কো। স্পেন ও পর্তুগালের মতো শক্তিশালী দলকে হারিয়ে ইতিহাস গড়া সেই আফ্রিকান সিংহরা এবার আবার বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। তবে এবারের আসরে তারা পড়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের গ্রুপে।
অন্যদিকে ২০২৬ বিশ্বকাপে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা পেয়েছে তুলনামূলক সহজ গ্রুপ। লিওনেল মেসির সম্ভাব্য শেষ বিশ্বকাপে আর্জেন্টিনা থাকছে জে গ্রুপে, সঙ্গে আছে আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান—কাগজে-কলমে যাদের সবাইকেই সহজ প্রতিপক্ষ হিসেবে দেখা হয়।
ব্রাজিল রয়েছে সি গ্রুপে। এই গ্রুপটিও তাদের জন্য বিশেষ গুরুত্বের। কারণ শেষ দুই আসরে ফ্রান্স ও আর্জেন্টিনা—দুই চ্যাম্পিয়নই এসেছিল ঠিক এই সি গ্রুপ থেকে। এবার ব্রাজিলের সঙ্গে রয়েছে মরক্কো, স্কটল্যান্ড ও হাইতি।
পর্তুগাল রয়েছে কে গ্রুপে, যেখানে তাদের প্রতিপক্ষ কলম্বিয়া, উজবেকিস্তান ও ফিফা প্লে-অফ ১ জয়ী দল। জার্মানি আছে ই গ্রুপে, সেখানে তাদের চ্যালেঞ্জ হবে কুরাসাও, আইভরি কোস্ট ও ইকুয়েডরের বিরুদ্ধে।
স্পেনের এইচ গ্রুপ একসময় ‘মৃত্যুকূপ’ হওয়ার আশঙ্কা তৈরি করেছিল সৌদি আরব ও উরুগুয়ের কারণে। তবে শেষ মুহূর্তে কেপ ভার্দে যোগ হওয়ায় গ্রুপটি কিছুটা ভারসাম্যপূর্ণ হয়েছে।
এই বিশ্বকাপে প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুই দল ছাড়াও সেরা আটটি তৃতীয় দল নকআউটে উঠবে। ফলে গ্রুপ পর্বের লড়াইয়ের চাপ কিছুটা কমলেও প্রতিটি ম্যাচই হবে গুরুত্বপূর্ণ।
---
এক নজরে বিশ্বকাপের সব গ্রুপ
গ্রুপ এ : মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, ইউরোপিয়ান প্লে-অফ ডি জয়ী দল
গ্রুপ বি : কানাডা, কাতার, সুইজারল্যান্ড, ইউরোপিয়ান প্লে-অফ এ জয়ী দল
গ্রুপ সি : ব্রাজিল, মরক্কো, হাইতি, স্কটল্যান্ড
গ্রুপ ডি : যুক্তরাষ্ট্র, প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া, ইউরোপিয়ান প্লে-অফ সি জয়ী দল
গ্রুপ ই : জার্মানি, কুরাসাও, আইভরি কোস্ট, ইকুয়েডর
গ্রুপ এফ : নেদারল্যান্ডস, জাপান, তিউনিশিয়া, ইউরোপিয়ান প্লে-অফ বি জয়ী দল
গ্রুপ জি : বেলজিয়াম, মিশর, ইরান, নিউজিল্যান্ড
গ্রুপ এইচ : স্পেন, কেপ ভার্দে, সৌদি আরব, উরুগুয়ে
গ্রুপ আই : ফ্রান্স, সেনেগাল, নরওয়ে, ফিফা প্লে-অফ ২ জয়ী দল
গ্রুপ জে : আর্জেন্টিনা, আলজেরিয়া, অস্ট্রিয়া, জর্ডান
গ্রুপ কে : পর্তুগাল, উজবেকিস্তান, কলম্বিয়া, ফিফা প্লে-অফ ১ জয়ী দল
গ্রুপ এল : ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, ঘানা, পানামা