আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও বিশ্বকে নাড়া দিলেন তাঁর সাম্প্রতিক পারমাণবিক মন্তব্যে। সিএবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, আমেরিকার পারমাণবিক অস্ত্রশক্তি এতটাই শক্তিশালী যে চাইলে আমরা বিশ্বকে ১৫০ বার উড়িয়ে দিতে পারি।
সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, রাশিয়া ও চীন গোপনে পারমাণবিক পরীক্ষা চালিয়ে যাচ্ছে, যদিও তারা তা অস্বীকার করছে। তাঁর ভাষায়, আমাদের কাছে পর্যাপ্ত পারমাণবিক অস্ত্র রয়েছে। রাশিয়ারও প্রচুর আছে, আর চীন দ্রুত শক্তি বাড়াচ্ছে। আমরাই কেবল নিষ্ক্রিয় থাকতে পারি না।
সিএবিএসের উপস্থাপিকা নোরা ও’ডনেল যখন মন্তব্য করেন যে বর্তমানে কেবল উত্তর কোরিয়াই পারমাণবিক পরীক্ষা চালাচ্ছে, তখন ট্রাম্প পাল্টা জবাবে বলেন, “না, অন্যরাও চালাচ্ছে, শুধু প্রকাশ করছে না। আমরা পিছিয়ে থাকতে পারি না।”
সম্প্রতি ট্রাম্প ৩০ বছরেরও বেশি সময় পর যুক্তরাষ্ট্রে পারমাণবিক পরীক্ষা পুনরায় চালুর নির্দেশ দিয়েছেন। তাঁর যুক্তি, “অস্ত্র তৈরি করে তা পরীক্ষা না করা অযৌক্তিক। পরীক্ষা ছাড়া কেউ জানে না, এটি কাজ করবে কি না।”
তিনি আরও দাবি করেন, “আমেরিকার পারমাণবিক শক্তি বিশ্বের সবচেয়ে উন্নত ও শক্তিশালী। রাশিয়া আমাদের পরেই আছে, চীন এখনও পিছিয়ে, তবে পাঁচ বছরের মধ্যে তারা সমান পর্যায়ে পৌঁছাতে পারে।”
বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এই মন্তব্য বিশ্বে পারমাণবিক প্রতিযোগিতা নতুন করে উসকে দিতে পারে, বিশেষত যখন ইউরোপ ও এশিয়ায় ভূরাজনৈতিক উত্তেজনা তুঙ্গে।
সূত্র: CBS News