আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: বিশ্ব অর্থনীতিতে চলমান অস্থিরতার প্রভাবে সোনার বাজারে আজ অভূতপূর্ব উত্থান দেখা দিয়েছে। বুধবার প্রথমবারের মতো প্রতি আউন্স সোনার দাম ৪,৫০০ ডলারের সীমা অতিক্রম করে নতুন ইতিহাস গড়েছে। এই প্রবণতার সঙ্গে রুপা ও প্লাটিনামও ইতিহাসের সর্বোচ্চ শিখরে পৌঁছেছে।
লেনদেনের এক পর্যায়ে স্পট মার্কেটে সোনার দাম ৪,৫২৫ ডলারে পৌঁছায়। পরে সামান্য কমে ৪,৪৯২ ডলারে স্থিতি নিলেও এটি এখনও অতি উচ্চ পর্যায়। রুপার দাম প্রতি আউন্স ৭২ ডলার ছাড়িয়েছে, যা আগে কখনো দেখা যায়নি। একইভাবে প্লাটিনামের দাম ২,৩৭৭ ডলারে পৌঁছেছে।
অর্থনীতিবিদদের মতে, রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তা বিনিয়োগকারীদের নিরাপদ সম্পদে বিনিয়োগ করতে বাধ্য করছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে উত্তেজনা, মার্কিন ফেডারেল রিজার্ভের সুদের হারের সম্ভাব্য পরিবর্তন, এবং অন্যান্য বিশ্ব অর্থনৈতিক অস্থিরতা এ প্রবণতাকে ত্বরান্বিত করেছে।
পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরে সোনার দাম ৭০ শতাংশের বেশি বেড়েছে, যা গত ৪৫ বছরের মধ্যে সর্বোচ্চ। রুপার ক্ষেত্রে বৃদ্ধি ১৫০ শতাংশ ছাড়িয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই প্রবণতা অব্যাহত থাকলে আগামী ৬–১২ মাসের মধ্যে সোনার দাম ৫,০০০ ডলার এবং রুপার দাম ৮০ ডলার অতিক্রম করতে পারে।