
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: প্যালেস্টাইন ইস্যুতে নতুন মোড় আনতে যাচ্ছে ইউরোপের ধনীতম দেশ লুক্সেমবার্গ। দেশটির প্রধানমন্ত্রী লুক ফ্রিডেন এবং পররাষ্ট্রমন্ত্রী জেভিয়ার বেত্তেল সংসদীয় কমিশনে জানিয়েছেন, চলতি মাসেই জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে তাদের সরকার।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম Jerusalem Post জানিয়েছে, এই সিদ্ধান্ত শুধু লুক্সেমবার্গ নয়, ইউরোপের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ দেশের অবস্থানকে প্রভাবিত করবে। ইতোমধ্যেই ফ্রান্স, যুক্তরাজ্য ও বেলজিয়ামও ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ইঙ্গিত দিয়েছে। ধারণা করা হচ্ছে, সাধারণ পরিষদের অধিবেশনে একসঙ্গে কয়েকটি ইউরোপীয় দেশ এ ঘোষণা দিতে পারে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, লুক্সেমবার্গ সরকারের এই পদক্ষেপ মূলত ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত দীর্ঘায়িত হওয়া এবং গাজায় মানবিক পরিস্থিতির অবনতি নিয়েই নেওয়া হচ্ছে। বিশেষ করে গাজায় চলমান হামলা, অবরোধ এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উদ্বেগ তাদের সিদ্ধান্তকে ত্বরান্বিত করেছে।
বিশ্লেষকরা বলছেন, লুক্সেমবার্গের মতো একটি ধনী ও প্রভাবশালী ইউরোপীয় দেশ যদি আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়, তবে ফিলিস্তিন রাষ্ট্রের কূটনৈতিক অবস্থান আরও শক্তিশালী হবে। একইসঙ্গে মধ্যপ্রাচ্য সংকট সমাধানে আন্তর্জাতিক চাপও বাড়তে পারে।
উল্লেখ্য, চলতি বছরের এপ্রিল পর্যন্ত জাতিসংঘের প্রায় ১৪৭টি দেশ, অর্থাৎ ৭৫ শতাংশ সদস্য রাষ্ট্র ইতোমধ্যেই ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। তবে যুক্তরাষ্ট্র ও কিছু পশ্চিমা দেশ এখনো সরাসরি স্বীকৃতি দিতে বিরত রয়েছে।
সূত্র: Jerusalem Post




























