আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: বায়ুদূষণে আবারও বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ রাজধানী ঢাকা। আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ প্রতিষ্ঠান আইকিউএয়ার মঙ্গলবার সকাল ৯টায় প্রকাশিত সূচকে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) স্কোর ছিল ২৫০, যা ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়।
জলবায়ু পরিবর্তন, অপরিকল্পিত নগরায়ন ও ক্রমবর্ধমান দূষণ উৎসের কারণে দীর্ঘদিন ধরেই ঢাকার বাতাস ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সাম্প্রতিক বৃষ্টিপাতে বায়ুর মান কিছুটা উন্নতি হলেও আবারও দূষণ মাত্রা বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে।
একই সময়ে ভারতের কলকাতার AQI স্কোরও ছিল ২৫০, যা তালিকায় ঢাকার ঠিক পরেই দ্বিতীয় অবস্থানে রয়েছে। মিশরের রাজধানী কায়রো ২৩৯ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে, যার বায়ুমানও ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।
আইকিউএয়ার তথ্য অনুযায়ী, AQI স্কোর ২০১ থেকে ৩০০ হলে তা ‘খুব অস্বাস্থ্যকর’ ধরা হয় এবং এ পরিস্থিতিতে শিশু, প্রবীণ, শ্বাসকষ্ট বা হৃদরোগে আক্রান্ত ব্যক্তিদের বাইরে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়। সুস্থ মানুষের জন্যও বাইরের কার্যক্রম সীমিত রাখার নির্দেশনা দেওয়া হয়।
বায়ুদূষণ নির্ধারণে মূলত পাঁচ ধরনের দূষণ উপাদান বিবেচনা করা হয়, পিএম১০, পিএম২.৫, নাইট্রোজেন ডাই–অক্সাইড (NO₂), কার্বন মনোক্সাইড (CO), সালফার ডাই–অক্সাইড (SO₂) এবং ওজোন (O₃)। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিকর পিএম২.৫ কণা, যা ফুসফুস ও রক্তপ্রবাহে প্রবেশ করে জীবনঘাতী রোগের ঝুঁকি বাড়ায়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, প্রতি বছর দূষিত বায়ুর কারণে বিশ্বজুড়ে প্রায় ৭০ লাখ মানুষ মৃত্যুবরণ করে। স্ট্রোক, হৃদরোগ, ফুসফুসের ক্যানসার, শ্বাসতন্ত্রের সংক্রমণ, সবকটিরই হার বাড়ছে বায়ুদূষণের কারণে।
বিশেষজ্ঞরা বলছেন, ঢাকার বাতাস আরও অবনতির দিকে গেলে শহরবাসীর দৈনন্দিন জীবন, শিশুর স্বাস্থ্য এবং দীর্ঘমেয়াদি জনস্বাস্থ্য সঙ্কট মারাত্মক আকার নিতে পারে। দ্রুত কার্যকর নীতি ও দূষণ নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ না করলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।