
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে টানা ভারী বর্ষণ আর পানির প্রবল চাপের মুখে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। বুধবার (২৭ আগস্ট) পানির চাপ সহ্য করতে না পেরে পাঞ্জাব প্রদেশের চেনাব নদীর কাদিরাবাদ বাঁধের পাশের তীররক্ষা বাঁধ নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে উড়িয়ে দেয় কর্তৃপক্ষ। এ ঘটনায় বিশ্বের অন্যতম পবিত্র শিখ ধর্মীয় স্থান কর্তারপুর সাহিব বন্যার পানিতে ডুবে গেছে।
ভারতে টানা বৃষ্টির কারণে সীমান্তবর্তী নদী চেনাব, রাভি ও সুতলেজে পানির প্রবাহ হঠাৎ বেড়ে যায়। এতে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশজুড়ে বন্যার ঝুঁকি তৈরি হয়। বাঁধ রক্ষার স্বার্থে বিস্ফোরণ ঘটানো হলেও আশপাশের অনেক এলাকা প্লাবিত হয়ে পড়ে।
পাঞ্জাব দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র মাজহার হোসেন জানান, বাঁধের মূল কাঠামো রক্ষায় ডানপাশের তীররক্ষা অংশ ধ্বংস করা হয়েছে, যাতে চাপ কিছুটা কমে। অন্যদিকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভারত বাঁধের জলকপাট খোলার আগে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে সতর্কবার্তা দিয়েছিল। তবে ভারতীয় কর্মকর্তারা এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।
জরুরি সতর্কতা জারি করে চেনাব, রাভি ও সুতলেজ নদীর তীরবর্তী মানুষদের দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে। ইতিমধ্যে লাখো মানুষ ও গবাদিপশু সরিয়ে নিতে সেনাবাহিনীকে কাজে লাগানো হয়েছে।
সূত্র: আন্তর্জাতিক গণমাধ্যম




























