আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার সঙ্গে স্থানীয় প্রশাসনের এক নির্বাহী ম্যাজিস্ট্রেটের বাকবিতণ্ডার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে উভয়ের কথোপকথন ও উত্তেজনাপূর্ণ মুহূর্ত নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ এলাকায় একটি কর্মসূচি শেষে সমর্থকদের নিয়ে স্থান ত্যাগ করছিলেন রুমিন ফারহানা। এ সময় দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে থামিয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে কথা বলতে চান।
ভিডিওতে রুমিন ফারহানাকে বলতে শোনা যায়, তিনি বিষয়টি ভদ্রভাবে জানাচ্ছেন এবং ভবিষ্যতে একইভাবে পরিস্থিতি সামলাবেন না বলেও মন্তব্য করেন। কথোপকথনের এক পর্যায়ে তার পাশে থাকা এক ব্যক্তি ম্যাজিস্ট্রেটকে লক্ষ্য করে বৃদ্ধাঙ্গুলি দেখান। পরে রুমিন ফারহানাকেও একই ধরনের ভঙ্গি করতে দেখা যায়, যা নিয়ে সামাজিক মাধ্যমে নানা প্রতিক্রিয়া তৈরি হয়।
ঘটনার বিষয়ে রুমিন ফারহানার বক্তব্য, প্রশাসনের ভূমিকা নিরপেক্ষ হওয়া উচিত। তিনি দাবি করেন, একই এলাকায় অন্য প্রার্থীদের নিয়মিত কর্মসূচি হলেও সেখানে প্রশাসনিক হস্তক্ষেপ দেখা যায় না। সেই প্রেক্ষাপটেই তিনি ক্ষোভ প্রকাশ করেছেন বলে জানান।
অন্যদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খান গণমাধ্যমকে বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। নিয়ম বহির্ভূতভাবে সমাবেশ আয়োজন করায় সংশ্লিষ্ট আয়োজক মো. জুয়েলকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি আরও দাবি করেন, সমাবেশ বন্ধ হওয়ার পর চলে যাওয়ার সময় রুমিন ফারহানা তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
এই ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনের ভূমিকা ও প্রার্থীদের আচরণ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।