
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: রাজধানী ঢাকায় বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা আজ রোববার (১৯ অক্টোবর) দুপুর ১২টার পর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) সামনে সমবেত হবেন। তাদের সঙ্গে থাকবে থালা-বাটি যার মাধ্যমে তারা সরকারের প্রতি বেতনভাতা বৃদ্ধির দাবি জানানোর প্রতীকী প্রতিবাদ জানাবেন।
গতকাল শনিবার রাতে এক ঘোষণায় এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী জানান,
“যতক্ষণ দাবি আদায় না হবে, ততক্ষণ সারা দেশের শিক্ষকরা রাজপথ ছাড়বেন না। আলোচনার সময় পেরিয়ে গেছে, এখন আমরা শুধু প্রজ্ঞাপন চাই।”
শিক্ষকদের দাবি, মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া, ১,৫০০ টাকা মেডিক্যাল ভাতা, এবং কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশে উন্নীত করতে হবে।
গত ১২ অক্টোবর থেকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষকরা ধারাবাহিক আন্দোলন শুরু করেন। পরে পুলিশি বাধা ও লাঠিচার্জের পর তারা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন। সেখান থেকেই চলছে তাদের অনশন ও কর্মবিরতি কর্মসূচি।
অধ্যক্ষ আজিজী জানান, অনশনে অংশ নেওয়া শতাধিক শিক্ষক-কর্মচারীর মধ্যে কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন। তারপরও তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। দেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষকরাও একাত্মতা প্রকাশ করে নিজ নিজ প্রতিষ্ঠানে কর্মবিরতি পালন করছেন।
এদিকে আন্দোলনকারীরা জানান, সরকারের কাছ থেকে আলোচনার আহ্বান এলেও তারা তা প্রত্যাখ্যান করেছেন। তাদের একটাই বক্তব্য, ‘দাবি মানতে হবে, নয়তো আমরা শহীদ মিনারেই থাকব।’





























