আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: ব্যবসায় উন্নতি ও রিজিকের প্রশস্ততা প্রত্যেক মানুষের স্বাভাবিক চাওয়া। কেউ দিনরাত পরিশ্রম করেও লাভবান হতে পারছেন না, আবার কেউ ব্যবসায় ধারাবাহিক ক্ষতির মুখে হতাশ হয়ে পড়ছেন। কিন্তু ইসলাম আমাদের শিখিয়েছে, পরিশ্রমের পাশাপাশি আল্লাহর প্রতি তাওয়াক্কুল এবং নির্দিষ্ট আমল ও দোয়া করলে রিজিকের দরজা খুলে যায়।
ইসলামিক স্কলাররা বলেন, ব্যবসায়িক ক্ষেত্রে বরকত ও উন্নতি আসার জন্য কিছু নির্ভরযোগ্য আমল আছে, যা অনেক সাহাবী ও ওলিয়াগণ অনুসরণ করতেন।
রিজিক বৃদ্ধির জন্য একটি পরীক্ষিত আমল
আল্লাহর গুণবাচক নাম “يَا مُجِيبُ” (ইয়া মুজীবু)
অর্থ: হে দোয়ার জবাবদাতা!
আমল পদ্ধতি:
প্রতিদিন ওযু করে কিবলামুখী হয়ে একান্ত মনে বসুন।
১৩৩ বার পড়ুন: "ইয়া মুজীবু"
তারপর দোয়া করুন:
হে আল্লাহ! আমার ব্যবসায় বরকত দাও, লাভ বৃদ্ধি করো এবং আমার জন্য হালাল ও সহজ রিজিকের ব্যবস্থা করে দাও।
এরপর ৩ বার দরুদ শরীফ পড়ে আমল শেষ করুন।
এই আমলটি বিশেষ করে ফজরের পর বা গুরুত্বপূর্ণ ব্যবসায়িক সিদ্ধান্তের আগে করা খুবই উপকারী।
একটি প্রভাবশালী দোয়া (তাশকীলসহ)
اللَّهُمَّ سَخِّرْ لِي قُلُوبَ النَّاسِ كَمَا سَخَّرْتَ الْبَحْرَ لِمُوسَى
উচ্চারণ: আল্লাহুম্মা সাখ্খির লি কুলূবান্নাসি কামা সাখ্খারতা আল-বাহ্রা লি-মূসা
অর্থ: হে আল্লাহ! তুমি যেমন মূসার জন্য সমুদ্রকে অনুকূল করেছিলে, তেমনি মানুষের হৃদয় আমার জন্য অনুকূল করে দাও।
এই দোয়াটি ব্যবসায়িক মিটিং, চুক্তি, গ্রাহকের সাথে দেখা করার আগে কিংবা বড় সিদ্ধান্তের পূর্বে বারবার পড়া অত্যন্ত ফলদায়ক।
কেন এই আমল কাজে আসে?
আল্লাহর গুণবাচক নামের মাধ্যমে প্রার্থনা।
কুরআন-সুন্নাহ সম্মত ও পরীক্ষিত দোয়া।
আত্মবিশ্বাস, বরকত ও মানসিক প্রশান্তি আসে।
ব্যবসা শুধুমাত্র বুদ্ধিমত্তা বা কৌশলের উপর নির্ভর করে না, আল্লাহর বরকত ছাড়া কোনো সাফল্যই স্থায়ী নয়। সুতরাং চেষ্টা চালিয়ে যান, কিন্তু সাথে সাথে আল্লাহর দরবারে নিজেকে সঁপে দিন। কারণ তিনি বলেন—
"وَمَن يَتَّقِ ٱللَّهَ يَجْعَل لَّهُۥ مَخْرَجًۭا * وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ"
(সূরা তালাক: ২-৩)
যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য উত্তরণের পথ করে দেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দেন যা সে কল্পনাও করে না।