আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি কৃষিপণ্য বাজারে বন্দুকধারীর হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে হামলাকারী নিজেও রয়েছেন। গুলি চালিয়ে পাঁচজন নিরাপত্তারক্ষীকে হত্যার পর তিনি নিজেই আত্মহত্যা করেন। খবর রয়টার্সের।
থাই মেট্রোপলিটন পুলিশ ব্যুরোর ডেপুটি কমিশনার চারিন গোপাত্তা জানিয়েছেন, হামলার ঘটনাটি ব্যাং সুর জেলার একটি বাজারে ঘটেছে, যা মূলত কৃষিপণ্য বিক্রয়ের জন্য পরিচিত।
পুলিশ জানিয়েছে, হামলাকারীর পরিচয় ও হামলার উদ্দেশ্য খতিয়ে দেখা হচ্ছে। তবে কোনো বিদেশি পর্যটক এই ঘটনায় হতাহত হননি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা গেছে, একটি সাদা ক্যাপ পরা এক ব্যক্তি বুকের সামনে ব্যাগ ঝুলিয়ে বাজারের পার্কিং এলাকায় হেঁটে বেড়াচ্ছেন।
থাইল্যান্ডে আগ্নেয়াস্ত্র হামলার ঘটনা নতুন নয়। ২০২৩ সালের অক্টোবরে ১৪ বছর বয়সী এক কিশোর রাজধানী ব্যাংককের এক শপিংমলে গুলি চালিয়ে দুজনকে হত্যা ও পাঁচজনকে আহত করেছিল। এর আগের বছর এক সাবেক পুলিশ কর্মকর্তা পূর্বাঞ্চলের একটি নার্সারিতে বন্দুক ও ছুরি হামলায় ৩৬ জনকে হত্যা করেছিলেন, যাদের মধ্যে ২২ জনই শিশু।