আওয়ার টাইমস নিউজ।
মাইলস্টোন ট্রাজেডি ডেস্ক: শরীরের ৯০ শতাংশ পুড়ে যাওয়ার পরও নাজিয়া বারবার আদরের ছোট ভাইয়ের কথা জিজ্ঞেস করছিল — সত্যিই ভালবাসার কাছে মৃত্যুর যন্ত্রণাও হার মানে!
মাইলস্টোন ট্রাজেডিতে দগ্ধ দুই ভাইবোন, নাজিয়া ও তার ছোট ভাই নাফি, এখন আর নেই। মৃত্যু ছিন্নভিন্ন করে দিয়েছে এক মায়ের বুকের দুইটি কলিজার টুকরো। শরীরের ৯০ শতাংশ পুড়ে গিয়েছিল নাজিয়ার, কিন্তু হাসপাতালের বিছানায় শুয়েও বারবার ছোট ভাইয়ের খোঁজ নিয়েছে সে।
যন্ত্রণায় ছটফট করেও একবারও নিজের কষ্টের কথা বলেনি, শুধু ভাই আছে কি না, এই প্রশ্নেই মুখ ভরা ছিল তার। শেষ সময়ে জুস আর ঠান্ডা আইসক্রিম চেয়েছিল, তা-ও আর খাওয়া হয়নি।
আজ দুজনেই শুয়ে আছে নীরব কবরে, পাশে পাশে। ভালোবাসার কাছে মৃত্যু শেষ পর্যন্ত হার মানলেও, এই শূন্যতা আর কোনোদিন ভরবে না।