আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের প্রধান সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, দেশের সব অঞ্চলে ভারতীয় আগ্রাসন ও আধিপত্য এখনও বিদ্যমান। এই আধিপত্যকে উৎখাত করার মধ্য দিয়ে দেশের চূড়ান্ত স্বাধীনতা নিশ্চিত করা হবে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাজধানীর বাংলামোটরে আয়োজিত ‘আগ্রাসন বিরোধী’ কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, একাত্তরে পাকিস্তানি বাহিনী লক্ষাধিক মানুষ হত্যা করেছে এবং মা-বোনদের সম্ভ্রম নষ্ট করেছে। সেই ধ্বংসাত্মক শক্তিকে বিতাড়িত করা সম্ভব হলেও ভারতীয় আগ্রাসন এখনও দেশের প্রতিটি প্রান্তে বিরাজ করছে।
তিনি আরও জানান, অদৃশ্য শক্তিকে পরাজিত করার লড়াই শুরু হয়েছে এবং এই লড়াই অব্যাহত থাকবে। তাই দেশের জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি উল্লেখ করেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের স্বাধীনতাকে ভারতের বিজয় হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন।