
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: মস্কোর সঙ্গে ভারতের গভীর জ্বালানি সম্পর্ককে যুক্তরাষ্ট্র-ভারত কৌশলগত অংশীদারিত্বের জন্য ‘বিরক্তিকর বিষয়’ বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বিশেষ করে রাশিয়া থেকে ভারতের বিপুল পরিমাণ তেল আমদানিকে কেন্দ্র করেই এ মন্তব্য করেন তিনি।
রুবিও ফক্স নিউজ রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘ভারত আমাদের মিত্র এবং কৌশলগত অংশীদার। তবে রাশিয়ার তেল ক্রয় দু’দেশের সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করছে।’
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ হুঁশিয়ারি দেন, ভারত যদি রাশিয়ার তেল আমদানি অব্যাহত রাখে, তাহলে দেশটির ওপর ২৫ শতাংশ আমদানি শুল্ক ও অতিরিক্ত জরিমানা আরোপ করা হবে।
ট্রাম্পের হুঁশিয়ারির পরদিনই রুবিওর এই বক্তব্য এল। তিনি বলেন, ‘ভারতের বড় জ্বালানি চাহিদা এবং রাশিয়ার তুলনামূলক সস্তা তেল ভারতের জন্য আকর্ষণীয় হলেও এতে রাশিয়ার ইউক্রেন যুদ্ধ প্রচেষ্টা উসাহ পায়।’
উল্লেখ্য, ২০২৪ সালে ভারতের তেল বাজারে রাশিয়ার শেয়ার দাঁড়িয়েছে ৩৫–৪০ শতাংশ, যেখানে ২০২১ সালে তা ছিল মাত্র ৩ শতাংশ। রুবিও বলেন, ‘বিশ্বে বিকল্প তেল সরবরাহকারী থাকলেও ভারত কেন এতটা নির্ভর করছে মস্কোর ওপর, সেটিই প্রেসিডেন্ট ট্রাম্পের হতাশার কারণ।’
এ বিষয়ে ভারত সরকার এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।




























