
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে আশ্বস্ত করেছেন যে ভারত আর রাশিয়া থেকে তেল কিনবে না। হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, আজ মোদি আমাকে বলেছেন, তারা রাশিয়া থেকে আর তেল আমদানি করবেন না। এটি একটি বড় পদক্ষেপ।
রাশিয়ার জ্বালানি রপ্তানির প্রধান ক্রেতাদের মধ্যে ভারত অন্যতম। ২০২২ সালে ইউক্রেন যুদ্ধ শুরুর পর পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে ইউরোপ রুশ তেল কেনা বন্ধ করে দিলে ভারত ও চীন কম দামে রুশ তেল কিনতে শুরু করে। বর্তমানে রাশিয়াই ভারতের সবচেয়ে বড় তেল সরবরাহকারী, যেখানে শুধু সেপ্টেম্বর মাসেই ভারত প্রায় ১৬ লাখ ব্যারেল রুশ তেল আমদানি করেছে, যা তাদের মোট আমদানির এক-তৃতীয়াংশের সমান।
ট্রাম্প জানান, এখন তিনি চীনকেও একই সিদ্ধান্ত নিতে রাজি করানোর চেষ্টা করবেন, যাতে রাশিয়ার জ্বালানি আয়ের উৎস আরও সংকুচিত হয়। যুক্তরাষ্ট্রের এই প্রেসিডেন্ট সম্প্রতি ভারতের ওপরও চাপ বাড়িয়েছেন এবং রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি অব্যাহত রাখার কারণে ভারতের কিছু রপ্তানি পণ্যের ওপর শুল্ক আরোপ করেছেন।
যদিও ভারতের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি, তবে বিশ্লেষকদের মতে ‘ভারত যদি সত্যিই রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করে, তাহলে রুশ অর্থনীতিতে বড় ধাক্কা লাগবে এবং অন্যান্য দেশকেও একই পথে যেতে উৎসাহিত করবে।





























