আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান বলেছেন, প্রতিবেশী দেশ ভারত বন্ধুসুলভ আচরণ করার পরিবর্তে সন্ত্রাসীদের আশ্রয়স্থলে পরিণত হয়েছে। ভারতের হেজিমনির বলি হয়ে ওসমান হাদি এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন।
সোমবার (১৫ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় শাহবাগে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, হাদিকে যে সন্ত্রাসীরা গুলি চালিয়েছে তারা ভারতে অবস্থান করছে। জুলাই গণহত্যার প্রতিটি সন্ত্রাসী এখনও ভারতে নিরাপদে রয়েছে। তিনি আরও উল্লেখ করেন, আজ থেকে ভারতকে একটি সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হলো।
জাহিদ আহসান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগের দাবি জানিয়ে বলেন, আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন এবং দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে তার পদত্যাগ অপরিহার্য। তিনি বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা ও পুলিশের অযোগ্যতা ও দুর্বলতার কারণে হামলার মূল অভিযুক্তদের জামিন দেওয়া হয়। হাদির ওপর হামলায় জড়িত সন্ত্রাসীদেরও পূর্বের মামলার জামিনের উদাহরণ তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি তাহমীদ আল মোদ্দাসসীর চৌধুরীসহ একাধিক নেতা।
জাহিদ আহসান বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশের কাছে গিয়ে তাদের খাবার কেমন, তাদের স্ত্রী-বাচ্চা কেমন আছে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এটি তার অযোগ্যতা ও দুর্বলতার প্রমাণ। দেশে স্থিতিশীলতা ফেরাতে তার পদত্যাগ ছাড়া কোনো বিকল্প নেই।