আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: সিরাজগঞ্জের মাছুমপুর মহল্লায় সালেহা পাগলি নামে এক ভিক্ষুকের ঘরে ২ বস্তা টাকা পাওয়া গেছে। স্থানীয়রা ওই টাকা ৬-৭ জন মিলে পাঁচ ঘণ্টারও বেশি সময় ধরে গণনা করেছেন এবং পরে পুলিশের মাধ্যমে ভিক্ষুকের একমাত্র ওয়ারিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ধীরে ধীরে টাকার বস্তাগুলো খোলা ও গণনা করা হয়। বস্তার মধ্যে এক, দুই, পাঁচ, ১০, ২০, ৫০, ১০০, ২০০ এবং ৫০০ টাকার নোট ও কয়েন মিশ্রিত ছিল। সব মিলিয়ে মোট পাওয়া গেছে ১ লাখ ২৬ হাজার ২৫৩ টাকা। এ ছাড়াও অনেক খুচরা টাকা নষ্ট ও ময়লা অবস্থায় ছিল।
স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি মো. হাসু জানান, “সকালে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছাই। বস্তা দুটো খোলার পর স্থানীয় মুরুব্বিদের উপস্থিতিতে গণনা শুরু করি। পুরো দিন ধরে ছয়-সাত জন নিয়মিত টাকাগুলো গোনার কাজ করেছেন।”
ভিক্ষুক সালেহা পাগলি বারান্দায় একাই বসবাস করতেন। তার মেয়ে স্বপ্না খাতুন বলেন, “আমার মা পাগলা স্বভাবের। বাইরে থেকে টাকা-পয়সা জোগাড় করে নিজে পুঁটলি করে রেখেছেন। আমাদের কাউকে জানাননি।”
সদর থানার উপপরিদর্শক (এসআই) পতিন কুমার বণিক বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছাই। আমরা গণনার পুরো প্রক্রিয়া তদারকি করেছি। নোটের মোট পরিমাণ ৯৫ হাজার এবং বাকিটা কয়েন। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে এই টাকা তার মেয়ের হাতে হস্তান্তর করা হয়েছে।”