আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: পাবনার ঈশ্বরদীতে এক নারী ভিক্ষুক সেজে গৃহবধূকে অচেতন করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করার ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে ঈশ্বরদী পৌরসভার নারিচা এলাকায় এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, এক অজ্ঞাতপরিচয় নারী বোরকা ও হিজাব পরে ভিক্ষার উদ্দেশ্যে আমিনুল ইসলামের বাড়িতে প্রবেশ করেন। সে সময় গৃহবধূ নুসরাত জাহান রূপন্তি বাড়িতে একাই ছিলেন। সন্দেহহীনভাবে তিনি ভিক্ষুককে কিছু খাবার দিতে গেলে হঠাৎ অচেতন হয়ে পড়েন।
পরে প্রতিবেশীরা তার চিৎকার শুনে ছুটে এসে অচেতন অবস্থায় উদ্ধার করে পানি ঢেলে জ্ঞান ফিরিয়ে দেন। জ্ঞান ফেরার পর দেখা যায়, ঘরের আলমারির ড্রয়ার খোলা, নগদ দুই লাখ টাকা, প্রায় তিন ভরি স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান সামগ্রী উধাও।
ভুক্তভোগী রূপন্তি বলেন, ওই মহিলা ভিক্ষুকের বেশে এসে খাবার চেয়েছিল। আমি চাল আনতে রান্নাঘরে যেতেই মাথা ঝিমঝিম করে পড়ে যাই। পরে জ্ঞান ফেরার পর দেখি ঘরের সব কিছু ওলটপালট।
ঘটনার পর পুলিশে খবর দেওয়া হলে, ঈশ্বরদী আমবাগান পুলিশ ফাঁড়ির ইনচার্জ আফজাল হোসেন জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগ অনুযায়ী, হিজাব পরিহিত এক নারী ভিক্ষুক সেজে ওই বাড়িতে প্রবেশ করে গৃহবধূকে কৌশলে অচেতন করেছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং অভিযুক্ত নারীকে শনাক্তের চেষ্টা চলছে।
স্থানীয়দের ধারণা, সম্প্রতি এলাকায় যেসব চুরি ও প্রতারণার ঘটনা ঘটেছে, তার সঙ্গে একই চক্রের যোগ থাকতে পারে। পুলিশ বলেছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং দোষী প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।