আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের দক্ষিণাঞ্চলে বৃহস্পতিবার ৪.২ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। কম্পনের কেন্দ্র ছিল দেশটির ডিমোনার কাছাকাছি এলাকায়। ভূমিকম্পের পর লোহিত সাগর সংলগ্ন অঞ্চল ও দক্ষিণ নেগেভ এলাকায় সতর্কতা জারি করা হয়।
ইউরোপিয়ান–মেডিটেরানিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪.২। কম্পন অনুভূত হওয়ার পর সংশ্লিষ্ট এলাকায় বসবাসকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ইসরায়েলের জরুরি চিকিৎসা সংস্থা ম্যাগেন ডেভিড আদম (এমডিএ) জানিয়েছে, ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্যও মেলেনি। তবে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এর আগে ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ড দক্ষিণ নেগেভ মরুভূমি ও লোহিত সাগর এলাকায় ভূমিকম্প সতর্কতা জারি করে। সতর্কতার পর ওইসব অঞ্চলের বাসিন্দারা ভূমিকম্প অনুভব করার কথা জানান।
বিশেষজ্ঞদের মতে, মধ্যপ্রাচ্যের এই অঞ্চলটি আফ্রিকান ও আরবিয়ান টেকটোনিক প্লেটের সংযোগস্থলের কাছাকাছি হওয়ায় মাঝেমধ্যে এমন কম্পন অনুভূত হয়। তবে ৪ থেকে ৫ মাত্রার ভূমিকম্প সাধারণত বড় ধরনের ধ্বংসযজ্ঞ সৃষ্টি করে না।
উল্লেখ্য, বিশ্বের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পটি হয় ১৯৬০ সালে চিলিতে, যার মাত্রা ছিল ৯.৫। আর প্রাণহানির দিক থেকে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পটি ঘটে ১৫৫৬ সালে চীনের শানসি প্রদেশে, যেখানে প্রাণ হারান প্রায় ৮ লাখ ৩০ হাজার মানুষ।
সূত্র: টাইমস অব ইসরায়েল